কমলগঞ্জ প্রতিনিধি

২৪ আগস্ট, ২০১৮ ১৮:২৬

কমলগঞ্জে একাদশ মণিপুরী মুসলিম ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মখাবিল গ্রামে জিএম অগ্রদূত স্পোর্টিং ক্লাবের আয়োজনে উদ্বোধন হয়েছে একাদশ মণিপুরী মুসলিম ফুটবল প্রতিযোগিতা-২০১৮।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় মকাবিল গ্রামে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান মাঠে অধ্যক্ষ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত কর্নেল সালেহ আহমদ।

বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অরগানাইজার (বামডোর) ক্রীড়া সম্পাদক মো. আব্দুল খালেকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পিপি জেলা জজ কোর্টের এডভোকেট এ এস এম আজাদুর রহমান, সিলেটের এএসপি সাহিদুর রহমান।

প্রতিবছরের ন্যায় এবারও মনিপুরী মুসলিম সম্প্রদায়ের মোট ৩২টি ফুটবল দলের অংশগ্রহণে একাদশতম প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী দিনে ১০ দলের অংশগ্রহণে ৫টি খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় স্টুডেন্ট ক্লাব আদমপুর টাইব্রেকারে ৪-৩ গোলে জি এম অগ্রদূত সবুজ দলকে পরাজিত করে। শুক্রবার দ্বিতীয় দিনে ৮ দলের অংশগ্রহণে ৪টি খেলা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত