নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০১৮ ০১:০৬

‘আমি নৌকার পক্ষে পাঁচশ’ ভোট বাড়িয়েছি’

সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারকে শাসিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

গত সিলেট সিটি নির্বাচনে তুষারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তাকে কড়া ভাষায় শাসন করেন হানিফ।

বৃহস্পতিবার রাতে সিলেট সার্কিট হাউসে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বৈঠকে তুষারকে শাসান হানিফ। এসময় পাশে বসা দলীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনও তুষারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তবে ওবায়দুল কাদের এসময় বৈঠকে উপস্থিত থাকলেও তিনি চুপ ছিলেন বলে জানা গেছে।

এ ব্যাপারে আব্দুল আলীম তুষারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেছেন, বৈঠকে এমন কিছু ঘটেনি।

সার্কিট হাউসের বৈঠকে উপস্থিত একাধিক আওয়ামী লীগ নেতা জানান, বৈঠকে আলোচনার এক পর্যায়ে সিটি নির্বাচনে বিভিন্ন নেতাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে তুষারের ভূমিকা নিয়েও কথা উঠে। তুষার ভোটের দিন বেআইনি কাজ করেছেন বলে অভিযোগ আসে।

এসময় মাহবুবুল আলম হানিফ ক্ষুব্ধ হয়ে তুষারের কাছে তার এসব কর্মকাণ্ডের ব্যাপারে জানতে চান।

হানিফকে তুষার বলেন, আমি নৌকার পক্ষে পাঁচশ ভোট বাড়িয়েছি। নৌকার প্রার্থীর জয়ের জন্য কাজ করেছি।

ওই নেতারা জানান, তুষারের এমন বক্তব্যে আরো ক্ষুব্ধ হয়ে উঠেন মাহবুবুল আলম হানিফ। ক্ষুব্ধ হয়ে হানিফ বলেন, তোমাকে এমন বেআইনি কাজ করতে কে বলেছে?

একপর্যায়ে সার্কিট হাউস থেকে বেরিয়ে যান আব্দুল আলীম তুষার।

আপনার মন্তব্য

আলোচিত