কমলগঞ্জ প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০১৮ ১৮:২৩

বিশ্ব শিক্ষক দিবসে কমলগঞ্জে সমাবেশ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষক সমাবেশ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় আদমপুরে সংস্থার কনফারেন্স হলে 'শিক্ষার অধিকার অর্থ একজন যোগ্য শিক্ষকের অধিকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রজেক্ট ম্যানেজার রিমো রনি হালদারের সভাপতিত্বে ও শিক্ষক সুর চন্দ্র সিংহের সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াছমিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন নাহার পারভীন, লেখক-গবেষক আহমেদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শাব্বির এলাহী, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলী ও সংস্থার শিক্ষা সংরক্ষণ কর্মকর্তা মর্নিংটন ম্রি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একে বাংলা স্কুলের শিক্ষক গৌতম ওঁঝা, ড্রিম স্কুল শিক্ষক আমিনা আক্তার, মিতা নুর প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯৪ সালে জাতিসংঘ সংস্থা ইউনেস্কো এ দিবস পালনের ঘোষণা দেয় এবং ১৯৯৫ সাল থেকে সদস্য দেশগুলো ৫ অক্টোবর এ দিবস পালন শুরু করে।

আপনার মন্তব্য

আলোচিত