তাহিরপুর প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০১৮ ১৮:০৭

তাহিরপুরে শেষ হল তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

তাহিরপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে মেলা পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

শনিবার (৬ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তোলার আহবান জানান।

মেলায় অংশগ্রহণকারীদের স্টল পরিদর্শন শেষে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বিতরণ কার্যক্রম তদারকি করেন এমপি রতন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম, উপজেলা খাদ্য গোদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মনধন কান্তি দাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন, ইকবাল হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ০ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক বিলাল আমিন, যুগ্ম আহবায়ক কবিন্দ্র চন্দ, মতিউর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায় প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত