গোয়াইনঘাট প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০১৮ ১৮:৪৯

গোয়াইনঘাটে জাতীয় উন্নয়ন মেলা সমাপ্ত

গোয়াইনঘাট বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শেষ হলো ৩ দিন ব্যাপী আয়োজিত  ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। উন্নয়ন মেলাটি গোয়াইনঘাট উপজেলা পরিষদ মাঠে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শনিবার সন্ধে ৬টায় শেষ হয়।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ, বিতর্ক প্রতিযোগিতা, বিষয় ভিত্তিক উপস্থাপন, কবিতা, প্রবন্ধ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবারের উন্নয়ন মেলায় ৪৭টি বিভিন্ন প্রতিষ্ঠান তরফে নিজ নিজ স্টল দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রদর্শিত হয়। এতে ওঠে আসে বিগত ১০ বছরের গোয়াইনঘাটে সরকারের বাস্তবায়িত নানা উন্নয়ন।

মেলায় অংশগ্রহণকারী ৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গোয়াইনঘাট উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, গোয়াইনঘাট থানা পুলিশ বিভাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা ভূমি অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস, নির্বাচন অফিস, প্রাণী সম্পদ হাসপাতাল, স্বাস্থ্য ও প.প কমপ্লেক্স, হিসাব রক্ষণ অফিস, পরিবার পরিকল্পনা অফিস, প্রকৌশলী অফিস, পরিসংখ্যান অফিস, মৎস্য অফিস, কৃষি অফিস, খাদ্য নিয়ন্ত্রণ অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, সমাজসেবা অফিস, মহিলা বিষয়ক অফিস, সমবায় অফিস, জনস্বাস্থ্য অফিস, একটি বাড়ী একটি খামার, যুব উন্নয়ন অফিস, পল্লী উন্নয়ন অফিস, বন বিভাগ, রুস্তমপুর ইউনিয়ন, পশ্চিম জাফলং ইউনিয়ন, পূর্ব জাফলং, লেঙ্গুড়া, আলীরগাঁও, ফতেহপুর, নন্দিরগাঁও, তোয়াকুল, ডৌবাড়ী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রেলওয়ে উন্নয়ন কর্তৃপক্ষ, ইসলামিক ফাউন্ডেশন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ, এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও সূচনা প্রকল্প।

উন্নয়ন মেলায় সমাপনী দিনে বিভিন্ন স্টলের তথ্য, উপাত্ত ও উপস্থাপনার উপর ভিত্তি করো করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

এসব স্টলের তথ্য উপাত্ত ও উপস্থাপনার উপর বিবেচনা করে বিভিন্ন দপ্তরের মধ্যে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ কে ১ম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়কে ২য় এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়কে ৩য় স্থানের পুরস্কার গ্রহণ করেন।

উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহের মধ্যে ফতেহপুর ইউনিয়ন ১ম, পূর্ব জাফলং ইউনিয়ন ২য় এবং নন্দিরগাঁও ইউনিয়ন ও আলীরগাঁও ইউনিয়ন যথাক্রমে ৩য় স্থানের পুরস্কার গ্রহণ করে।

শনিবার বিকাল ৫টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা ও ইউ.পি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম. এ  মতিন, উপজেলা আওয়ামীলীগ নেতা সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, ইউ.পি চেয়ারম্যান মাহবুব আহমদ, আমিনুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের, সোনালী ব্যাংকের ম্যানেজার মতিলাল মালাকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরিফিন, প্রকৌশলী ফখরুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর আহমদ প্রমুখ।

আলোচনা সভায় সিলেটের গোয়াইনঘাটে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুৎ, অবকাঠামোগত সরকারের বাস্তবায়িত সব উন্নয়ন চিত্র জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় নেন আলোচকরা।

পূর্ব জাফলং নন্দিরগাঁও ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে নিজ নিজ ইউনিয়নের উদীয়মান শিল্পীদের অংশগ্রহণ পূর্বক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন শিল্পীগণ।

আপনার মন্তব্য

আলোচিত