গোলাপগঞ্জ প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০১৮ ১৪:৫০

গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তানদের সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রাখার দাবিতে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা। এসময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শাখার শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার (৮ অক্টোবর) সকাল ১১টা থেকে প্রায় ১ ঘণ্টা সিলেট-জকিগঞ্জ সড়কের চৌমুহনীতে টায়ার জ্বালিয়ে কোটা বহাল রাখার দাবিতে স্লোগান দেন তারা। এসময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধ চলাকালীন সময় গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিনের সভাপতিত্বে ও আলী হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শফিকুর রহমান, সাবেক কমান্ডার তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আসমান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতলিব, জেলা শ্রমিকলীগ নেতা আকমল আলী, মুক্তিযোদ্ধা সন্তান মুজাম্মিল আহমদ, জাহাঙ্গীর হোসেন বাবলু, মো. নুরুল ইসলাম, মঞ্জিল আহমদ, চেরাগ আলী, রশিদ আহমদ, বাবুল আহমদ, মুক্তিযোদ্ধার নাতনী মাহমুদা আক্তার কলি প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত