কমলগঞ্জ প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০১৮ ২৩:১০

কমলগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

সনাতন ধর্মের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভাবে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) দুপুর ২ টার সময় জেলা পরিষদ মাল্টিপারপাস হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ রদরুল , মুন্সী বাজার ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শংকর লাল সাহা, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি প্রণয় দত্ত, নারায়ণ মল্লিক সাগর প্রমুখ।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের কমিটির হাতে পূজায় আপ্যায়নের জন্য সরকারি বরাদ্দকৃত চালের ডি,ও তুলে দেন। পরে প্রধান অতিথির সৌজন্যে উপস্থিত সকলকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।

প্রসঙ্গত, কমলগঞ্জ উপজেলায় চলতি বছরে ১৩৬ টি সার্বজনীন পূজা মণ্ডপে এবারে শারদীয়া দুর্গাপূজা আয়োজন রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত