কমলগঞ্জ প্রতিনিধি

০৯ অক্টোবর, ২০১৮ ১৬:২০

শ্রমিক নেতা মফিজ আলীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ

মৌলভীবাজারের কমলগঞ্জের ভাষা সৈনিক, প্রখ্যাত রাজনীতিবিদ, শ্রমিক নেতা, শিক্ষাবিদ, লেখক-সাংবাদিক কমরেড মফিজ আলীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ।

বুধবার (১০ অক্টোবর) সকাল ১০টায় এ উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে পতনউষার ইউনিয়নের ধূপাটিলা গ্রামস্থ প্রয়াতের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা ও পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে।

মফিজ আলী ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহসভাপতি, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এর কেন্দ্রীয় সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি নূরুল মোহাইমীন (মিল্টন)-এর পিতা।

দুর্ঘটনা কবলিত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০০৮ সালের ১০ অক্টোবর ভোররাতে মৃত্যুবরণ করেন তিনি। তিনি ১৯৫৪, ১৯৬০, ১৯৬৪, ১৯৬৫, ১৯৬৭, ১৯৬৯ ও ১৯৭২ সালে রাজনৈতিক কারণে বিভিন্ন মামলায় দীর্ঘ ৬ বছর রাজবন্দী হিসাবে কারাবরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত