কমলগঞ্জ প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০১৮ ১৮:২২

কমলগঞ্জে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত

'সমবায় শক্তি, সমবায় মুক্তি', 'সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে এবং সমন্বিত উন্নয়ন কর্মসূচি জীবিকা প্রকল্প ব্র্যাক ও শেভরনের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

উপজেলা পরিষদ চত্বরের সামনে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা আশুতোষ দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক জীবিকা প্রকল্প প্রতিনিধি মো. আসাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমবায়ী ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, কমলকুড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, শুকতারা বহুমুখী সমবায় সমিতির সভাপতি এম এ ওয়াহিদ রুলু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায়ী আমজাদ হোসেন, সাইফুর রহমান, সাংবাদিক মোনায়েম খান, সুভাসিনী সিনহা, শুভ্রা সিনহা, সফল সমবায়ী জয়নাল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত