সিলেটটুডে ডেস্ক

২৪ জানুয়ারি, ২০১৯ ২৩:১৯

জবাবদিহির মনোবৃত্তি নিয়ে কাজ করতে হবে: মাহমুদ উস সামাদ

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়

সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সততা ও নিষ্ঠার সাথে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের জবাবদিহিমূলক মনোবৃত্তি নিয়ে কাজ করলে জনগণের প্রত্যাশা পূরণ হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের সফলতার পুরস্কার স্বরূপ দেশ জনগণ ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করায় দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি কমেছে। সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাঈদ এনাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শরিফুল আলম, মৎস্য কর্মকর্তা ছমির উদ্দিন, উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অঞ্জন দাস, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, নির্বাচন কর্মকর্তা তানজিদা আফরিন চন্দা, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, মহিলা বিষয়ক কর্মকর্তা দেববর্তী মিস্ত্রী, হিসাব রক্ষক কর্মকর্তা কবির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহমদ আলী, আনসার-ভিডিপি কর্মকর্তা শিব্বির আহমদ, লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউপি চেয়ারম্যান এম.এইচ খলিল, কামালবাজার ইউপি প্রশাসক তন্বময় সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

পরে প্রধান অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বিভিন্ন মসজিদের সরকারী অনুদানের চেক বিতরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত