তাহিরপুর প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০১৯ ২৩:২৯

সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন হবে: মান্নান

সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে বলে হাওরবাসীকে আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (২৫ জানুয়ারি) সুনামগঞ্জের তাহিরপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

এসময় এম এ মান্নান বলেন, "হাওরের মানুষ রেলে ঢাকা যাবে। সুনামগঞ্জ থেকে রেলে মোহনগঞ্জ হয়ে হাওরের মানুষ ঢাকা যাবে। সুনামগঞ্জে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ে ও অত্যাধুনিক বিশ্ববিদ্যালয় হবে। এ সরকার উন্নয়নের সরকার।"

এর  আগে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তাহিরপুরে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করেন। পরে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে সংবর্ধনা দেয় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংবর্ধিত অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এজাজ আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল।

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের যৌথ  সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তুজা, ধরমপাশা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতি সেলিম আহমদ, মোশারফ হোসেন, আলখাছ উদ্দিন খন্দকার, জালাল উদ্দিন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুস ছোবাহান আখুঞ্জি, আব্দুল জলিল তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক স্বপন কুমার দাস, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খেলু মিয়া, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পীযূষ পুরকায়স্থ টিটু, বাদাঘাট ইউপি সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক বিলাল আমিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সদস্য সেলিম আখুঞ্জি, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মিলন কান্তি রায়, বালিজুড়ি ইউপি সদস্য বাবুল মিয়া, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার, সেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী আহমেদ, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, সায়েম তালুকদার, মবিনুর মিয়া, প্রতীক হাসান নবী, রোমান আহমদ তুষা, মণিরাজ ইসলাম, নয়ন মিয়া, মোনায়েম শরীফ, আহমাদুল হাসান, আসমাউল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত