বড়লেখা প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি , ২০১৯ ২৩:১৯

বড়লেখায় পাহাড় ও টিলা কাটা বন্ধে প্রশাসনের মাইকিং

মৌলভীবাজারের বড়লেখায় পাহাড় ও টিলা কাটা বন্ধের জন্য প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হয়েছে। মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ মাইকিং হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবেশ আইন অমান্য করে একটি চক্র বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ও টিলা কর্তন করছে। মাইকিংকালে তাদের অবৈধভাবে পাহাড় ও টিলা কর্তন না করার জন্য অনুরোধ জানানো হয়। আইন অমান্য করে কেউ পাহাড় টিলা কাটলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

পাহাড় ও টিলা কাটা বন্দে মাইকিং এর বিষয়টি নিশ্চত করে বুধবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন বলেন, ‘যে সমস্ত এলাকায় টিলা কাটা হচ্ছে, সেগুলো সরেজমিনে গিয়ে দেখেছি। প্রাথমিকভাবে পাহাড়-টিলা কাটার প্রমাণ পাওয়া গেছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য

আলোচিত