নিজস্ব প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি , ২০১৯ ১৪:৩৬

সিলেটে বিকেএসপির ‘ট্যালেন্ট হান্ট’ ২ মার্চ

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ (ট্যালেন্ট হান্ট) ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম শুরু করছে। সারাদেশ থেকে বাছাই করে দীর্ঘ মেয়াদি উন্নত প্রশিক্ষণের জন্য ক্রিকেট, ফুটবল, হকি, টেবিলসসহ ১৭টি ক্রীড়া বিভাগে খেলোয়াড় বাছাই করা হবে।

প্রাথমিক বাছাই উত্তীর্ণরা প্রথম পর্যায়ে এক মাস এবং দ্বিতীয় পর্যায়ে দেড় মাস ব্যাপী প্রশিক্ষণের সুযোগ পাবেন। চূড়ান্ত নির্বাচিতরা বিকেএসপিতে পাবেন ভর্তির সুযোগ পাবেন।

সিলেট জেলায় আগামী ২ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে বাছাই কার্যক্রম। রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে বিকেএসপির কোচরা বিভিন্ন বিভাগে বাছাই করবেন প্রতিভাবান খেলোয়াড়দের। এদিন সকাল ৯টা থেকে শুরু হবে বাছাই। আগ্রহীদেরকে যথা সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

যেসব ইভেন্টে বাছাই কার্যক্রম হবে- ক্রিকেট, ফুটবল, আর্চারি, এথলেটিক্স, বাস্কেটবল, হকি, জুডো, কারাতে, শুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, টেনিস, ভলিবল, জিমন্যাস্টিকস, সাঁতার ও ডাইভিং, বক্সিং ও উশু।

আপনার মন্তব্য

আলোচিত