সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৯ ১৯:৫৫

বিজ্ঞান বিতর্কে সিলেট অঞ্চলে চ্যাম্পিয়ন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়

বিএফএফ-সমকালের আয়োজন

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে সিলেট অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা। শুক্রবার সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত চুড়ান্ত পর্বে সুনামগঞ্জের জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকদের হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিতর্ক শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান মনস্ক জাতি গঠনের আহবান জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে বিজ্ঞানের পথে থেকেই আগামীতে দেশ গঠনে অংশ নিতে হবে। বিতর্ক জ্ঞানের পথকে প্রসারিত করে উল্লেখ করে বক্তারা বলেন, কুসংস্কারমুক্ত আগামী প্রজন্ম গড়ে তুলতে পারলে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সম্ভব।

দিনভর সিলেট অঞ্চল পর্যায়ের বিতর্ক উৎসবে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকদের উপস্থাপনায় বিতর্ক উৎসব প্রাণবন্ত হয়ে উঠে। যুক্তির লড়াইয়ে অংশ নেয় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।

চ্যাম্পিয়ন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দলনেতা নাবিল তাওসিফ বিন শিবলী ফাইনালের শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেন। বিজয়ী দলের অপর দুই বিতার্কিক হলেন- মুন্তাসির হোসেন মাহিন ও তানভীর আহমদ। অপরদিকে রানার্সআপ জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক ছিলেন, শাহানা আক্তার, মোহনা তালুকদার ও ইসরাত জাহান।

বিতর্ক উৎসবে বিচারক ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য মোকাদ্দেস বাবুল, বাংলাদেশ ডিবেট ফেডারেশন সিলেট বিভাগের কো-কনভেনার নূর ই জান্নাত নিতু ও শাহজালাল ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটির সহকারি দপ্তর সম্পাদক চৈতী দাস। মর্ডারেটরের দায়িত্ব পালন করেন, সমকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার মুকিত রহমানী।

সমকাল সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার ভবতোষ রায় বর্মণ রানা। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য মোকাদ্দেস বাবুল ও সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কবির খান।

সুহৃদ সমাবেশ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আসমা আক্তার মনির পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সমকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, সুহৃদ সমাবেশের সভাপতি সুব্রত বসু প্রমুখ।   

প্রধান অতিথির বক্তৃতায় মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা বলেন, শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হয়ে আগামীতে দেশ পরিচালনায় অংশ নিলে আমাদের দেশ স্বাধীন করার স্বার্থকতা আসবে। তিনি বলেন, বিজ্ঞান চর্চা আমাদের মেধাকে শানিত করে। শিক্ষার্থীদের আরও বেশি করে বিজ্ঞান চর্চার আহবান জানান তিনি।  

বিতর্ক উৎসব আয়োজনে সর্বাত্মক সহযোগিতায় ছিলেন সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, সুহৃদ সমাবেশের সিনিয়র সহ-সভাপতি সুজিত দাস, সহ সভাপতি হেনা মম, অর্থ সম্পাদক পংকজ কান্তি রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবের হোসেন রানা, সুহৃদ লতিফুর রহমান উজ্জল, অয়ন্তিকা চৌধুরী ভূমি, শহীদ আহমদ সাকিব প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত