সিলেটটুডে ডেস্ক

২৮ জুন, ২০১৯ ০০:৫৮

কোম্পানীগঞ্জে ৮টি সেতু নির্মান প্রকল্পের অনুমোদন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ৮টি সেতু নির্মান প্রকল্প অনুমোদন করেছে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরে ২ কোটি ২৪ লক্ষ ৪৫ হাজার ৩০২ টাকা ব্যায়ে এই সেতুগুলো নির্মিত হবে। গত ১৬ জুন সেতু নির্মান প্রকল্পের অনুমোদন প্রদান করা হয়।

সেতুগুলো হলো- ঢালারপাড় হাইস্কুল হতে নতুন জীবননগর রাস্তার মাঝখানে পলজুরা খালের উপর সেতু নির্মান, যার দৈর্ঘ্য ৩৬ ফুট, উচ্চতা ২০ ফুট, ব্যায় ৩২ লক্ষ ৪১ হাজার ৪৩৬ টাকা। শিবপুর-বিষ্ণপুর রাস্তায় তেড়াকুড়ি বিলের উপর সেতু নির্মান, যার দৈর্ঘ্য ৩৬ ফুট, উচ্চতা ২০ ফুট, ব্যায় ৩২ লক্ষ ৪১ হাজার ৪৩৬ টাকা। দলইরগাঁও মাঝপাড়া জালাল উদ্দিনের বাড়ির সামনে সরবদী খালের উপর সেতু নির্মান, যার দৈর্ঘ্য ২০ ফুট, উচ্চতা ১৬ ফুট, ব্যায় ১৮ লক্ষ ২৬ হাজার ৯৯৫ টাকা। রণিখাই হুমায়ূন রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের রাস্তার খালের উপর সেতু নির্মান, যার দৈর্ঘ্য ২০ ফুট, উচ্চতা ১৬ ফুট, ব্যায় ১৮ লক্ষ ২৬ হাজার ৯৯৫ টাকা। নবাগি বাবুল নগর রাস্তায় আজইবাড়ির দক্ষিণ পার্শ্বে খালের উপর সেতু নির্মান, যার দৈর্ঘ্য ৩৬ ফুট, উচ্চতা ২০ ফুট, ব্যায় ৩২ লক্ষ ৪১ হাজার ৪৩৬ টাকা। চৌমুহনী বাজার ঢুলাখাল রাস্তায় দেওলাধরম খালের উপর সেতু নির্মান, যার দৈর্ঘ্য ৩০ ফুট, উচ্চতা ১৭ ফুট, ব্যায় ২৪ লক্ষ ৮৪ হাজার ১৩১। পূর্ব নারায়নপুর ও পশ্চিম নারায়নপুর গ্রামের মধ্যবর্তী স্থানে কুত্তাখালি খালের উপর সেতু নির্মান, যার দৈর্ঘ্য ৩৬ ফুট, উচ্চতা ২০ ফুট, ব্যায় ৩২ লক্ষ ৪১ হাজার ৪৩৬ টাকা। মোস্তফানগর থেকে খায়েরগাঁও পর্যন্ত রাস্তার মধ্যখানে সেতু নির্মান, যার দৈর্ঘ্য ৩৬ ফুট, উচ্চতা ২০ ফুট, ব্যায় ৩২ লক্ষ ৪১ হাজার ৪৩৬ টাকা।

আপনার মন্তব্য

আলোচিত