জামালগঞ্জ প্রতিনিধি

২৯ জুন, ২০১৯ ১৪:৩৮

বৌলাই নদীতে লাকড়ি ধরতে গিয়ে নারী নিখোঁজ

পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুরের বৌলাই নদীর স্রোতে ভেসে গিয়ে রোজিনা বেগম (৩০) নামের এক নারী নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের সামনে দিয়ে বয়ে চলা বৌলাই নদীতে ওই নারী নিখোঁজ হন।

রোজিনা উপজেলার বালিজুড়ি মডেল ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের শ্রমজীবী জয়নাল আবেদীনের স্ত্রী ও চার সন্তানের জননী।

নিখোঁজ রোজিনার স্বামী জয়নাল আবেদীন জানান, গ্রামের অন্যান্য লোকজনের দেখাদেখি বাড়ির পাশে বয়ে চলা বৌলাই নদীতে ওপারের পাহাড়ি ঢলের সাথে ভেসে আসা লাকড়ি ধরতে বৃহস্পতিবার দুপুরে নদীতে নামেন রোজিনা।

প্রবল বেগে ধেয়ে আসা পাহাড়ি ঢলের স্রোতের তোড়ে মুহূর্তেই ভেসে গিয়ে নদীতেই নিখোঁজ হন রোজিনা।

এদিকে গ্রামের স্থানীয় লোকজন বৃহস্পতিবার মধ্যরাত অবধি ছোট ছোট ট্রলার নিয়ে বৌলাই নদীতে রোজিনার সন্ধান চালান। প্রবল বৃষ্টিপাতের কারণে মধ্যরাতের পর উদ্ধার তৎপরতা বন্ধ করে দেন গ্রামবাসী।

শুক্রবার তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে নিখোঁজ মহিলার সন্ধানে থাকা গ্রামবাসীকে সহযোগিতার জন্য তাৎক্ষণিকভাবে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।

বৈরী আবহাওয়া ও নদীতে প্রবল স্রোতের কারণে হতাহতের আশঙ্কায় সন্ধান কাজ রাতে বন্ধ  থাকার পর শুক্রবার সকাল থেকে পুলিশ গ্রামবাসীকে নিয়ে নদীতে পুনরায় নিখোঁজের সন্ধান কাজ চালিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত