সিলেটটুডে ডেস্ক

১৯ আগস্ট, ২০১৯ ১৩:২৭

যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের জামিন

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২ জুলাই সিলেট সদর উপজেলার খাদিমপাড়ায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আফছর আহমদ ও জাহাঙ্গীর আলমের অনুসারী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ওপরও হামলা হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে সিলেট মহানগরের শাহপরান থানা-পুলিশ বাদী হয়ে জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করে।

পুলিশের দায়ের করা মামলায় জাহাঙ্গীর আলমসহ কয়েকজন নেতা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন।

জামিনের মেয়াদ শেষ হলে জাহাঙ্গীর সিলেটের মুখ্য হাকিম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে ১৪ আগস্ট বুধবার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মন্তব্য

আলোচিত