নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০১৯ ১৫:৩৫

‘আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা’

“আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়ে ছিল। সেদিন বঙ্গবন্ধুর কন্যা আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও ঘাতকদের গ্রেনেডে নিহত হন আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী।”

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

তারা বলেন, “তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এমন নারকীয় গ্রেনেড হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।”

পরে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে আহতদের সুস্থতা কামনা এবং স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, শাহ ফরিদ আহমদ, মহানগরের সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, আব্দুল খালিক, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অধ্যাপক জাকির হোসেন, নাসির উদ্দিন খান প্রমুখ।

এছাড়াও এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত