কমলগঞ্জ প্রতিনিধি

২৩ আগস্ট, ২০১৯ ১৪:১৩

কমলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫তম জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গাবাড়িতে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মি. জিডিশন প্রধান সুচিয়াং, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, ভানুগাছ পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন, লোকনাথ সেবা সংঘের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অরুণ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রত্যুষ সিংহ প্রমুখ।

শোভাযাত্রায় পূজা উদযাপন পরিষদ ছাড়াও পশ্চিম কুমড়াকাপন, নারাইনপুর, লংগুরপারসহ বিভিন্ন এলাকার কৃষ্ণভক্ত নর-নারীরা অংশ নেন। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এদিকে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর, মুন্সিবাজার, পতনউষার, আদমপুর, মাধবপুর, ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় নানা আয়োজনে জন্মাষ্টমী উৎসব পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

আপনার মন্তব্য

আলোচিত