গোয়াইনঘাট প্রতিনিধি

৩০ আগস্ট, ২০১৯ ২১:৫৬

স্বচ্ছতা ও জবাবদিহির নিরিখে দেশসেবা করুন: ভূমি সচিব

ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটোয়ারী বলেছেন, “স্বচ্ছতা ও জবাবদিহির নিরিখে দেশসেবায় নিয়োজিত হতে প্রশাসন কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছে। সেবার মানসিকতা  নিয়ে নিজের উপর অর্পিত  দায়িত্ব পালন করতে হবে।  সরকারের প্রধানমন্ত্রীর কঠোর ও ইতিবাচক ভূমিকায় দুর্নীতির অপবাদ থেকে বাংলাদেশ মুক্তি পাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে।”

তিনি শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় ৪৬ লক্ষ টাকা ব্যয়ে গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নে ইউনিয়ন ভূমি অফিস ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপ সচিব মো. দৌলতুজ্জামান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাছির উল্লাহ খান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার ভূমি নাজরাতুন নাঈম, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সিলেটের সহকারী প্রকৌশলী মহিফুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী রাসেন্দ্র চন্দ্র, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব।

আরও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আশিকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, রুস্তুমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ইউপি সদস্য কামাল হোসেন, ইউপি সদস্য জালাল উদ্দিন, আব্দুল হেকিম, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা নিরুপম ঘোষ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত