নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০১৯ ১২:৪২

নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে সিসিকের অভিযান, জরিমানা

সিলেট নগরীতে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর বেশ কয়েকটি বাজারে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে নগরীর লাল বাজার ও ব্রহ্মময়ী বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর মাংসের বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে সিটি মেয়র আরিফ বলেন, ‘বাজারে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ, লবণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়েছে। কোথাও কোন অনিয়ম হচ্ছে কিনা সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে। অনিয়ম হলেই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

অনিয়ম বিরুদ্ধে নগরীতে নিয়মিত এমন অভিযান চলবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত