সিলেটটুডে ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০১৯ ১৫:০৭

জামালগঞ্জে জিংক ধান ৭২ নিয়ে মাঠ দিবস

জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭২ প্রদর্শনী, বাজারজাত ও কৃষকদের চাষে আগ্রহী করে তোলার লক্ষ্যে এফআইভিডিবি ও হারবেষ্ট প্লাস বাংলাদেশের উদ্যোগে মাঠ দিবসের আয়োজন করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ২টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও কৃষক মো. আব্দুল ওয়াদুদ শাহ এর পরিচালনায় মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইভিডিবি’র প্রোগ্রাম অফিসার অসিম রায়।

সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপ সহকারী কৃষি কর্মকর্তা জামালগঞ্জ সত্যন্দ্র চন্দ্র দেব নাথ। আরো বক্তব্য দেন, কৃষক ইকবাল হোসেন সোহাগ, মশিউর রহমান খোকন।

মাঠ দিবসে প্রধান অতিথি সত্যন্দ্র চন্দ্র দেব নাথ বলেন, নতুন প্রজাতির জিংক ধান৭২ চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে হবে। অন্যান্য ধানের চেয়ে এ ধানের ফলনও বেশি। জিংক ধান৭২এর চাল মুখরোচক ও শরীরের পক্ষে খুবই উপকারী। কৃষক, ব্যবসায়ী সকলের সহযোগিতায় এ ধান শুধু জনপ্রিয় নয় গোটা দেশের খাদ্য চাহিদা পূরণের সক্ষম হবে।

আপনার মন্তব্য

আলোচিত