মাধবপুর প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০১৯ ০১:৩১

তথ্য প্রযুক্তি আইনে মাধবপুর উপজেলা ছাত্রলীগ সম্পাদক গ্রেপ্তার

তথ্য প্রযুক্তি আইনে দায়ের এক মামলায় হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

বুধবার রাত ৯ টার সময় উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। অবরোধে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের দু পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কের গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরে ছাত্রলীগ নেতাকর্মীরা হৃদয় পাঠান উজ্জলের মুক্তির দাবিতে শহরের প্রধান প্রধান রাস্তায় বিক্ষোভ মিছিল করে।

এরআগে ২০১৭ সালে সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেন সর্দারের দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা তেলিয়াপাড়া এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জলকে গ্রেপ্তার করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন জানান, হৃদয় পাঠান উজ্জলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

আপনার মন্তব্য

আলোচিত