গোলাপগঞ্জ প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২০ ২৩:২৯

গোলাপগঞ্জের বাদেপাশায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর বাজার হতে ছিলিমপুর পর্যন্ত ভাঙ্গা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার বিকেল ৩টায় এলাকাবাসীর উদ্যোগে ও রাশেদ আহমেদ তারেকের সহযোগীতায় উত্তর আলমপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তী সভায় হাফিজ মস্তাক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা গণদাবী পরিষদের সভাপতি এডভোকেট আব্দুল মালিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, সহ-সভাপতি প্রিন্স বাহার, গণদাবি পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফ সরকার, সিলেট যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি এম সিরাজুল ইসলাম।

জাপা নেতা আব্দুল করিম পাখির সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর যুব সংহতির আহবায়ক জমির উদ্দিন আহমদ, ইতালি জাতীয় পার্টির সভাপতি সভাপতি রাহেল আহমদ তালুকদার, উপজেলা গণদাবী পরিষদের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদ, উপজেলা গণদাবী পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক রাশেদ আহমেদ তারেক, মুরব্বি আব্দুস সোবহান, শফিক আহমদ, হাফিজ গৌছ আলী,হাজী জমির উদ্দিন, উত্তর আলমপুর জামে মসজিদের হাফিজ আব্দুল হক, সমাজসেবী জাহাঙ্গীর আহমদ, জুবেল আহমদ প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, উত্তর আলমপুর এলাকার মানুষ অনেক দিন থেকে অবহেলিত। এই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এলাকার মানুষের জীবন মান অনেক উন্নত হবে। উত্তর আলম বাজার হতে ছিলিমপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা। বক্তারা অতি সত্তর এই রাস্তাটি সংস্কারের জন্য জোর দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত