সিলেট টুডে ডেস্ক

২৬ জানুয়ারি, ২০১৫ ০১:০৬

সরস্বতী পূজার প্রতিমা শোভাযাত্রা আজ

দীর্ঘদিনের ঐতিহ্যের ধারাবাহিকতায় সিলেট নগরীতে সরস্বতী পূজার প্রতিমা শোভাযাত্রা বের হবে আজ সোমবার।


 দীর্ঘদিনের ঐতিহ্যের ধারাবাহিকতায় সিলেট নগরীতে সরস্বতী পূজার প্রতিমা শোভাযাত্রা বের হবে আজ সোমবার।
শোভাযাত্রা বের করার জন্য বিকেল ৩টায় নগরীর সুরমা পয়েন্টে জমায়েত হবে স্বনাতন ধর্মালম্বীরা। পরে সেখান থেকে নগরীর কোর্ট পয়েন্ট, বন্দর বাজার, নাইওরপুল পয়েন্ট হয়ে বিকাল ৫টার মধ্যে মির্জাজাঙ্গাল পয়েন্টে এসে শোভাযাত্রা শেষ করা হবে।

রবিবার মদন মোহন কলেজ পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক জয়ন্ত দাশ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বার্তায় বলা হয়, আইন-শৃঙ্খলা বাহিনীর পরামর্শে ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের প্রতিমা শোভাযাত্রা সন্ধ্যার পূর্বে শেষ করা হচ্ছে। শোভাযাত্রায় কোন প্রকার সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। শুধু ঢাকডোল, খোল, করতাল বাদ্য বাজনা বাজানো যাবে।

সরস্বতী পূজা প্রতিমা শোভাযাত্রা উপলক্ষে মদন মোহন কলেজে এক জরুরি মতবিনিময় সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে প্রেস বার্তায় জানানো হয়েছে।

মদন মোহন কলেজের পূজা কমিটির সভাপতি অধ্যাপক জয়ন্ত দশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মদন মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফাতেহ ফাত্তাহ।

এছাড়াও কলেজ কর্তৃপক্ষ, বাংলাদেশ পূজা উদযাপন কপরিষদ নেতৃবৃন্দ ও দায়িত্বশীল প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।




আপনার মন্তব্য

আলোচিত