সিলেট টুডে ডেস্ক

২৬ জানুয়ারি, ২০১৫ ১৪:০৪

পুলিশের ধাওয়া খেয়ে বন্দরবাজারে বিএনপির মিছিল পণ্ড

মিছিলটি শুরুর কিছু সময় পর পুলিশ এসে ধাওয়া দেয়। পুলিশের ধাওয়া খেয়ে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান

 
খালেদা জিয়ার উপর মামলা দায়েরের প্রতিবাদে ও অবরোধ-হরতালের সমর্থনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরীর বন্দরবাজার এলাকায় মিছিল করেছে। মিছিলটি শুরুর কিছু সময় পর পুলিশ এসে ধাওয়া দেয়। পুলিশের ধাওয়া খেয়ে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। সোমবার বেলা ১টার দিকে বন্দরবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নগরীর জেলরোড এলাকা থেকে জেলা ও মহানগর বিএনপির ব্যানারে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি বন্দরবাজারে পৌঁছলে পুলিশ তাদেরকে ধাওয়া করে। পুলিশের ধাওয়ার মুখে নেতাকর্মীরা মিছিল ছেড়ে পালিয়ে যান।

মিছিল শুরুর আগে জেলরোড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে ও মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা রুহুল কুদ্দুস হামজা, অধ্যাপক মঈন উদ্দিন, নূরুল ইসলাম রুহেল, রিপন মিয়া, শেখ মিজান, আলী হোসেন, হোসেন আহমদ রুহুল, এমদাদুর রহমান, ছাত্রদল নেতা কাউছার হোসের রকি, হোসেন খান ইমাদ, হৃদয় দাশ, শ্রমিক দল নেতা মিজান আহমদ প্রমুখ।




আপনার মন্তব্য

আলোচিত