হবিগঞ্জ প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি , ২০২০ ১৫:০০

হবিগঞ্জ হাসপাতালে চীন ফেরত শিক্ষার্থীকে ভর্তি

হবিগঞ্জে চীন ফেরত এক শিক্ষার্থী আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা সদর হাসপাতালে ওই শিক্ষার্থী ভর্তি হন বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।

এদিকে চীন ফেরত এ শিক্ষার্থী হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে এক শিক্ষার্থী ভর্তি হয়েছে- এমন খবরে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।

সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, রোববার সন্ধ্যায় শহরের শায়েস্তানগরের চীন ফেরত রায়হান চীন ফেরত ওই যুবক অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় চিকিৎসক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও জানান, সোমবার তার রক্তের স্যাম্পল নিয়ে ঢাকায় প্রেরণ করা হবে। সেখান থেকে ফলাফল আসার পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। তবে প্রাথমিকভাবে চীন ফেরত ওই শিক্ষার্থীর মধ্যে এ ভাইরাসের তেমন কোনো লক্ষণ নেই বলে জানান এ চিকিৎসক। এছাড়া করোনা আক্রান্ত কোনও রোগী এখনও বাংলাদেশে পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এদিকে স্থানীয়রা জানান, সদর হাসপাতালে ভর্তি হওয়া ওই যুবক চীন থেকে দেশে ফেরার পর ঢাকার আশকোনা হজ্ব ক্যাম্পে ১৫ দিন কোয়ারান্টাইনে ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত