নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২০ ১৯:৩৫

আংশিক মেঘলা থাকবে সিলেটের আকাশ

সিলেট বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া সিলেটে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২ মার্চ) রাতে সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এছাড়া আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, আজ সোমবার সিলেট শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯টা ও সন্ধ্যা ৬টায় সিলেটের বাতাসের আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ছিল ৫৭ ও ৪৮ শতাংশ। আগামীকাল সিলেটে সূর্যোদয় ৫টা ৫৬ মিনিটে ও সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে।

আপনার মন্তব্য

আলোচিত