সিলেটটুডে ডেস্ক

০৮ মার্চ, ২০২০ ২১:৩৩

খেলাধুলার উন্নয়নেও প্রবাসীদের ভূমিকা অব্যাহত থাকবে: সিসিক মেয়র

সোনালী অতীত ইউকের খেলোয়াড়দের সংবর্ধনা

সোনালী অতীত ইউকের বাংলাদেশ সফরকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি করপোরেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, খেলাধুলার উন্নয়নে প্রবাসে থেকেও দেশের জন্য কাজ করছেন সোনালী অতীতের নেতৃবৃন্দ। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের উন্নয়নে সাবেক কৃতি ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ইউকে আরও এগিয়ে আসবে।

শনিবার (৭ মার্চ) রাতে নগরীর একটি অভিজাত হোটেলে সফরকারীদের সংবর্ধনা দেয়া হয়। সিলেট সিটি করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ীয় কমিটির চেয়ারম্যান, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সোনালী অতীত ইউকের চেয়ারম্যান জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মিয়া। এছাড়া কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, প্যানেল মেয়র-২ রোকসানা বেগম শাহনাজ বক্তব্য দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সফরকারী সোনালী অতীত ইউকের খেলোয়াড়দের সম্মননা স্মারক তুলে দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলরবৃন্দ। পরে অতীত ইউকের খেলোয়াড়দের সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত