নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২০ ১৯:৫৪

অসুস্থ বাংলা শকুনকে সুস্থ করে অবমুক্ত

গত জানুয়ারিতে সুনামগঞ্জ থেকে বিপন্ন প্রায় এক বাংলা শকুনকে উদ্ধারের পর সুস্থ করে তুলে মঙ্গলবার অবমুক্ত করা হয়েছে।

বিপন্ন এ বাংলা শকুন অবমুক্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন।

তিনি জানান, ৩ মাস আসে সুনামগঞ্জ থেকে উদ্ধার হওয়া এই বাংলা শকুনটি টিলাগড় ইকোপার্ক ও বন্যপ্রাণি সংরক্ষণ কেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে কালেঙ্গা রেঞ্জের রেমা বিটের ময়না বিল এলাকায় ‘শকুনের জন্য নিরাপদ আশ্রয়স্থলে (Vulture Save Zone)’ রেঞ্জ কর্মকর্তা/কর্মচারীবৃন্দ কালেঙ্গা রেঞ্জ ও সিএমসি সদস্যগণের উপস্থিতিতে অবমুক্ত করা হয়।

বাংলা শকুন, যা ইংরেজি White-rumped Vulture (Gyps bengalensis) নামে পরিচিত। এটি প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থাগুলোর জোট আইইউসিএনের লাল তালিকায় রয়েছে।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে একসময় অসংখ্য বাংলা শকুন থাকলেও আইইউসিএনের তথ্য অনুসারে এখন দশ হাজারেরও কম বাংলা শকুন রয়েছে এবং প্রতিনিয়ত এর সংখ্যা কমছে।

আপনার মন্তব্য

আলোচিত