ছাতক প্রতিনিধি

১২ মার্চ, ২০২০ ১৮:১৬

ছাতকে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

সুনামগঞ্জের ছাতকে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় বহুখাত ভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল অফিসার আব্দুল কদ্দুছের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ ফজলুল কবির।

শেষ অতিথির বক্তব্য দেন ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।

বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, সাব রেজিস্ট্রার আব্দুল করিম ধলা মিয়া, মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এখলাছ কোরাইশী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, ওসি (তদন্ত) মঈন উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, আমার বাড়ি আমার খামার প্রকল্পের কর্মকর্তা জুলকার নাইন, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ, সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম প্রমুখ।

সভা শেষে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ ফজলুল কবির উপজেলা পরিষদ, ছাতক পৌরসভা, ভূমি অফিস ও ছাতক সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত