সিলেটটুডে ডেস্ক

০৪ এপ্রিল, ২০২০ ২২:৪৪

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে করোনাভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শনিবার (৪ এপ্রিল) দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নে দিনব্যাপী মোগলাবাজার, দাউদপুর, কুছাই, বরইকান্দি, মোল্লারগাঁও, কামালবাজার, তেতলী, সিলাম, জালালপুর, লালাবাজার ইউনিয়নে নিজ হাতে পৃথক পৃথক স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী খাদ্য সামগ্রী নিতে আসা মানুষদের উদ্দেশ্যে বলেন, করোনাভাইরাস একটি ভয়াবহ ছোঁয়াচে রোগ। এ রোগের প্রাদুর্ভাব বিস্তার না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জোরালো উদ্যোগ নিয়েছেন। ফলে দেশের জনগণ সমর্থন জানিয়েছেন।

তিনি প্রত্যেক নাগরিকের দায়িত্ব হচ্ছে এ রোগের প্রাদুর্ভাব ঠেকাতে হলে আতংকিত না হয়ে সচেতনতা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় সরকার কর্মহীন মানুষের জন্য ত্রাণ বিতরণ করছে। সরকারের পাশাপাশি আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমার পক্ষ থেকে ২১টি ইউনিয়নে এলাকায়, এলাকায় গিয়ে কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি।

তিনি হাট-বাজারে অযথা ঘুরা-ফেরা না করে, পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে বাড়িতে অবস্থানের জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।

খাদ্য সামগ্রী বিতরণ কালে পৃথক পৃথক স্থানে অন্যান্যদের উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শহীদুর রহমান সাহীন, জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলুল করিম হেলাল, শাহ আলী রাজা, খিজির খান, আলী আহমদ খান, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শানর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আখতার হোসেন, বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌছ মিয়া, সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দিপু, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুমিন হোসেন, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত রানা, সহ সভাপতি হাজী আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন উদ্দিন খান, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নেছার আলী,ছাদ উদ্দিন, হাজী ফুরুক মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, জালাল পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ,সাবেক ছাত্রনেতা জাকারিয়া উল হক, লালা বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক মুহিত হোসেন, সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব খোকা খান প্রমুখ।

 

 

আপনার মন্তব্য

আলোচিত