নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২০ ২২:৩৪

সুনামগঞ্জে চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী ও কিট প্রদান করলেন পরিকল্পনামন্ত্রী

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমন রুখতে সুনামগঞ্জে দায়িত্বরত চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন  পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান। এছাড়া করোনাভাইরাস পরীক্ষায় টেস্ট কিটও প্রদান করেছেন তিনি। রোববার পরিকল্পনা মন্ত্রীর পক্বষ থেকে এগুলো প্রদান করা হয়।

মন্ত্রী প্রদত্ত সামগ্রীর মধ্যে রয়েছে- পিপিই-১২০ সেট। এরমধ্যে জেলা সদরের চিকিৎসকদের জন্য ৭০টি, দক্ষিণ সুনামগঞ্জের জন্য ২৫টি ও জনগ্নাথপুরের জন্য ২৫টি। সার্জিক্যাল মাস্ক ৪০০০টি। এরমধ্যে জেলা সদরের জন্য ২০০০টি, দক্ষিণ সুনামগঞ্জের ১০০০টি এবং জগন্নাথপুরের জন্য ১০০০টি। চশমা ৪০টি। এরমধ্যে জেলা সদরের জন্য ২০টি, দক্ষিণ সুনামগঞ্জের জন্য ১০টি ও জগন্নাথপুরের জন্য ১০টি। ডিজিটাল থার্মোমিটার ৮টি। এরমধ্যে জেলা সদরে ৪টি, দক্ষিণ সুনামগঞ্জ ২টি ও জগন্নাথপুরে ২টি।

এছাড়া টেস্ট কিট ৭৫টি প্রদান করা হয়েছে। এরমধ্যে জেলা সদর হাসপাতালের জন্য ৪৫টি, দক্ষিণ সুনামগঞ্জের জন্য ১৫টি এবং জগন্নাথপুের জন্য ১৫টি।

আপনার মন্তব্য

আলোচিত