ছাতক প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০২০ ২৩:১৪

ছাতকে বেদেপল্লীর ১১৩টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

সুনামগঞ্জের ছাতকের নোয়ারাই ইউনিয়নের বেদপাড়া বেদেপল্লীর ১১৩পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৫এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে সাথে ছিলেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট তাপস শীল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট আসিফ আল জিনাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট এস.এম. রেজাউল করিম, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আং খালেক রাজাসহ ইউনিয়ন পরিষদের সদস্যসহ বেদেপল্লীর লোকজন উপস্থিত ছিলেন।

বিরতণকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বেদে পল্লীর লোকদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন এবং বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ করেন। তিনি বেদে পল্লীর লোকজনকে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্যেও অনুরোধ করেন।

খাদ্য সহায়তা হিসেবে বেদে পল্লীর প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল ও ২ কেজি করে আলু বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত