নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২০ ০৩:৩৯

মৌলভীবাজারে বিকেল ৫টার মধ্যে সকল দোকানপাট বন্ধের নির্দেশ

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সারাদেশের মতো মৌলভীবাজারেও বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট। শুধু খোলা ছিল কেবল কাচামালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের দোকান। এবার এসব দোকানপাটও বিকেল ৫টার মধ্যে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) থেকে বিকেল পাঁচটার মধ্যে মৌলভীবাজারের সকল কাচামালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

মৌলভীবাজার জেলার রাজনগরে করোনাভাইরাসে একজনের মৃত্যু নিশ্চিত হওয়ার পরই এ নির্দেশনা দেওয়া হলো। 

ঘরে থাকার আহ্বান সত্ত্বেও গত কয়েকদিন থেকেই মৌলভীবাজারে বাড়ছিলো জনসমাগম। নির্দেশনা অমান্য করে অনেকেই বেরিয়ে আসছিলেন রাস্তায়। এতে বাড়ছে করোনাসংক্রমণের ঝুঁকিও। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৮ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, যা বাংলাদেশে করোনাআক্রান্ত রোগী ধরা পরার পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ।

এ অবস্থায় রোববার (৫ এপ্রিল) মৌলভীবাজারের জেলা প্রশাসক এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেন।

তবে ফার্মেসি, হাসপাতাল ও জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠান এই নির্দেশনার বাইরে থাকবে বলে জানানো হয়।

আইইডিসিআর জানায়, দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৮ জন। আর মারা গেছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন।

রোববার সন্ধ্যায় সিলেটে একজন করোনা রোগী শনাক্ত ও মৌলভীবাজারে মৃত একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়।  

প্রসঙ্গত, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এই ছুটিকে আরও বর্ধিত করে ১৪ এপ্রিল পর্যন্ত নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত