সুনামগঞ্জ প্রতিনিধি

২১ এপ্রিল, ২০২০ ১৬:৪১

ধান কেটে দিল কৃষক লীগ

সুনামগঞ্জ জেলা কৃষক লীগের পক্ষ থেকে স্বেচ্ছাশ্রমে হাওরের কৃষকের বোরো জমির ধান কেটে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের কৃষক নাজমুল হাসানের বোরো জমির ধান কাটা হয়।

ধান কাটায় অংশ নেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা কৃষক লীগের সদস্য আনোয়ারুল হক, সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মুহিবুর রহমান মুহিব, সদস্য হাসান লিটন, সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল আহমদ, লালপুর গ্রামের বাসিন্দা কৃষক কামাল আহমদ, কামরুল হাসান, শাহাদত হোসেন, ইকবাল হোসেন, মাহমুদুল হাসান, আল আমিন, জয়নাল মিয়া, সোহাগ মিয়া, শাহীন আহমদ, জমির আহমদ প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় জেলা কৃষক লীগ নেতৃবৃন্দ হাওরের পাকা বোরো ধান জমিতে না রেখে দ্রুত কেটে তোলার জন্য অনুরোধ করেন। পাশাপাশি করোনাভাইরাস থেকে দূরে থাকতে সতর্কভাবে চলাচল ও সাবান দিয়ে হাত-পা ধোয়ার জন্য কৃষকদের অনুরোধ জানান।

জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার বলেন, কৃষকদের খাবার দিলে সে মাত্র কয়েকদিন খেতে পারবে। কিন্তু যদি সবাই মিলে কৃষকের ধান ঘরে তুলে দিতে পারি সেক্ষেত্রে কৃষক সারা বছর খাবার পাবে এবং তার পরিবার-পরিজন নিয়ে সুখে থাকতে পারবে। তাই আমরা আমাদের উপজেলার সবাইকে ও ওয়ার্ড পর্যায়ের সবাইকে বলেছি কৃষকের ধান কাটতে সহযোগিতা করার জন্য।

বিজ্ঞাপন

আগাম বন্যার আগে যেন কৃষক ঘরে তুলতে পারে সেজন্য সকলেরও সহযোগিতার আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত