নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২০ ২২:৫৮

মৌলভীবাজার হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন এক নারী মারা গেছেন। ৬০ বছর বয়সী এই নারী শনিবার সকাল ৮টার দিকে মারা গেছেন। তিনি হাসপাতালে আইসোলোশনে ছিলেন।

মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানোর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

জানা যায়, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা নিয়ে গত শুক্রবার রাতে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি হন শ্রীমঙ্গল উপজেলার রামনগর গ্রামের এক নারী। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা তার রোগ উপসর্গ বিবেচনা করে আইসোলেশনের আওতায় নেন। শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে মারা যান। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ মৃতের শরীরের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জনের মাধ্যমে পরীক্ষার জন্য সিলেটে পাঠায়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, মৃত নারীর লাশ শ্রীমঙ্গলে পাঠানো হয়েছে। সেখানে সতর্কতার সাথে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্নের জন্য স্বজনদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরএমও ডা. আহমদ ফয়সল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত নারীর নমুনা পরীক্ষার ফলাফল আসার আগ পর্যন্ত নিশ্চিত করে এ ব্যাপারে বলা যাচ্ছে না।

আপনার মন্তব্য

আলোচিত