নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২০ ২৩:১৪

একদিনেই সিলেট বিভাগে ২২ জন করোনা রোগী শনাক্ত

ওসমানীতে পরীক্ষায় আরও ২ জন সনাক্ত

শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় নতুন করে আরও দু'জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এনিয়ে শনিবার সিলেট বিভাগে মোট ২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন।

ওসমানীতে শনিবারের পরীক্ষায় দুইজন শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে এই হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, শনিবার ওসমানীর ল্যাবে মোট ১৭৮টি পরীক্ষা করানো হয়। এরমধ্যে ২টি পজেটিভ আসে। শনাক্ত হওয়া দুই রোগী হবিগঞ্জ ও মৌলভীবাজারের বলে জানান তিনি।

বিজ্ঞাপন



এরআগে শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের আরও ২০ রোগীর করোনা পজেটিভ শনাক্ত হওয়ার কথা জানান হবিগঞ্জের হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। এসব ব্যক্তির নমুনা ঢাকায় পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান জানান, ঢাকায় পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া ২০জনের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ আরও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। এছাড়া হবিগঞ্জ সদর হাসপাতালের একজন চিকিৎসক, দুইজন সেবিকা (নার্স) ও নয়জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

এনিয়ে হবিগঞ্জে মোট ৪৭ জন করোনাভাইস আক্রান্ত রোগী শনাক্ত হলেন। আর পুরো বিভাগে এ সংখ্যা ৭৯।

আপনার মন্তব্য

আলোচিত