শ্রীমঙ্গল প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২০ ২০:১৫

শ্রীমঙ্গলে লোকালয় থেকে বনবিড়াল উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

বন ছেড়ে লোকালয়ে হাঁস-মুরগী ও কবুতর খেতে এসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাঞ্চন গোয়ালার পাতা ফাঁদে আটকা পড়লো একটি বিরল প্রজাতির বনবিড়াল।

রোববার (২৬ এপ্রিল) উপজেলার রাধানগর গ্রামে সকাল বেলা আটকা পড়ে এ বন বিড়ালটি।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিড়ালটি উদ্ধার করেন পরিবেশকর্মী ও লাউয়াছড়া পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের সদস্য সামছুল হক।

বিজ্ঞাপন

পরে নিজ বাড়িতে বনবিড়ালটি নিয়ে এসে বিষয়টি মুঠোফোনে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেনকে জানান তিনি।

দুপুরে লোক পাঠিয়ে বনবিড়ালটি নিয়ে এসে বিকালে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

মৌলভীবাজারের বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বনবিড়াল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাণিটি সুস্থ থাকায় বিকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত