ছাতক প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২০ ২৩:৫৩

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

সুনামগঞ্জের ছাতকে দু'পক্ষের মুখামুখি সংঘর্ষে শতাধিক ব্যাক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (২৮এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের এলঙ্গী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রায় ঘন্টাব্যাপি দু'পক্ষের পাল্টা-পাল্টি এ সংঘর্ষ চলাকালে শতাধিক ব্যাক্তি আহত হন। এদের মধ্যে আশংকাজনক ৩২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এলঙ্গী মডেল হাইস্কুলের নাইটগার্ট দুদু মিয়াকে বিদ্যালয়ে ডেকে এনে প্রধান শিক্ষকের সামনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজি ময়না মিয়া মারপিট করেন। এ ঘটনার জের ধরে নৈশপ্রহরী দুদু মিয়ার ভাই কালু মিয়া ম্যানেজিং কমিটির সভাপতি ময়না মিয়াকে মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দিলে বিকেলে দুদু মিয়া ও ময়না মিয়া পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখামুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন



সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যন বিল্লাল আহমদ ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যাক্তিদের সাথে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। গুরুতর আহত দুদু মিয়া, শাহাবুদ্দীন, আব্দুল হেকিম, হাফিজ আইন উদ্দিন, মিজান আহমদ, বিলাল আহমদ, নজরুল ইসলাম,বাদশা মিয়া, জয়নাল আবেদীন, দিলাল মিয়া, হাসনাত, কালাশাহ, ফজল মিয়া, কাইয়ুম, সাইদুর রহমান, মোস্তফা, লিলু মিয়া, বারিক মিয়া, সদরুল আমিন, নুরুল আমিনসহ ৩২জনকে সিলেটের ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের ছাতক ও কৈতক হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে দুদু মিয়া জানান, তিনদিন আগে আমার কাছ থেকে জোরপুর্বক বিদ্যালয়ের চাবি ছিনিয়ে নেন সভাপতি ময়না মিয়া। মঙ্গলবার সকালে আমাকে ডেকে নিয়ে বিদ্যালয়ে ভিতরে আটকিয়ে প্রধান শিক্ষক সামনে মারপিট করেন ময়না মিয়া। এঘটনার জের উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ময়না মিয়া বলেন, কালু মিয়া মোবাইল মাধ্যমে হুমকি দিয়ে দেশী-অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলার চেষ্টা করছিলো। তা প্রতিরোধ করতে গিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

ছাতক থানা ওসি মোস্তফা কামাল সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।

আপনার মন্তব্য

আলোচিত