চুনারুঘাট প্রতিনিধি

০৩ মে, ২০২০ ২২:০৪

চুনারুঘাটে ৩ সরকারী কর্মচারীকে পিটিয়ে আহত, ইউপি মেম্বার আটক

অবৈধভাবে সরকারী জমি থেকে বালু উত্তোলনে বাধা দেয়ায় চুনারুঘাট উপজেলার শিরিকান্দি ভূমি অফিসের অফিস সহায়ক ফারুক আহম্মদ, বিশগাঁও ভূমি অফিসের অফিস সহায়ক হুসাইন আহম্মদ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার অফিস সহায়ক ছায়েদ আলীকে পিটিয়ে আহত করেছে বালু উত্তোলনকারীরা।

রোববার (৩ মে) সকালে ছয়শ্রী গ্রাম দিয়ে প্রবাহিত সুতাং নদীর তীরে এ ঘটনা ঘটে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রোববার বিকালে ২নং আহম্মদাবাদ ইউনিয়নের মেম্বার ছয়শ্রী গ্রামের আব্দুর রশীদের ছেলে সফিকুর রহমান সাফুকে (৩৫) আটক করে পুলিশ।

আহত ফারুক আহম্মদ জানান, ছয়শ্রী গ্রাম দিয়ে প্রবাহিত সুতাং নদী থেকে সিলিকা বালু চুরির খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক ছায়েদ আলী বালু চুরির ছবি তুলতে যান। এসময় বালু চোরেরা ছায়েদকে মারধোর করতে থাকে। খবর পেয়ে বিশগাঁও ভূমি অফিসে কর্মরত হুসাইন আহম্মদ ও ফারুক আহম্মদ ঘটনাস্থলে গেলে বালু চোরেরা তাদের উপর চড়াও হয়। আহত ব্যক্তিদের শোর চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হলে বালু চোরদের কবল থেকে তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে প্রেরণ করেন।

এলাকাবাসী সূত্র জানা যায়, ছয়শ্রী গ্রামের সুতাং নদী থেকে বিগত ৫ বছর ধরে ইউপি সদস্য সাফু ও তার লোকজন অবৈধ ভাবে বালু উত্তোলন করে পাচার করেছেন। গ্রামের লোকজন বালু উত্তোলনে বেশ কয়েকবার বাধা দিয়েছেন কিন্তু প্রভাবশালী ইউপি সদস্য সাফু ভয় ভীতি দেখিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ রেখেছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) মিল্টন পাল।

আপনার মন্তব্য

আলোচিত