সিলেটটুডে ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৪ ১৪:০৭

পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তিন শিক্ষার্থী হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। তারা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভাসিটি অব টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গাজীপুরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তৃতীয় বর্ষের ৪৬০ জন শিক্ষার্থী ওই এলাকার ‘মাটির মায়া’ রিসোর্টে ছয়টি বিআরটিসি দোতলা বাস এবং তিনটি মাইক্রোবাস নিয়ে পিকনিকে আসেন। পথে তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে পৌঁছানোমাত্রই সড়কের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভেল্টেজের লাইনে একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫৭০৩৮) বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলে দুই ছাত্রের মৃত্যু হয়। আহত হয়েছেন অনেকেই। তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

তারা বলেন, ‘পাঁচটি বাস রিসোর্টে চলে যায়। শেষের বাসটি বিদ্যুতায়িত হয়। এ সময় বাস থেকে ধোঁয়া বের হতে থাকলে ছাত্ররা চিৎকার শুরু করেন। আমরা তাদের চিৎকার শুনে বাসের কাছে যাই। এ সময় তিন ছাত্র বাস থেকে বের হওয়ার চেষ্টা করলে তাদের একজনের মৃত্যু হয়। অপর দুইজনকে শুকনো বাঁশ দিয়ে উদ্ধারের চেষ্টা করি। পরে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে সংযোগ বন্ধ করতে বলি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত