সিলেটটুডে ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৬ ১১:১৪

নাটোরে মদ উৎপাদনের দায়ে ৮ জনের কারাদণ্ড

নাটোর সদর উপজেলার শংকরভাগ গ্রামে চোলাই মদ উৎপাদন, সংরক্ষণ ও সেবনের দায়ে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান এ দণ্ড দেন।

এদের মধ্যে চোলাই মদ উৎপাদন ও সংরক্ষণের দায়ে শংকরভাগ গ্রামের লুমা সাংয়ের ছেলে কৃষ্ণ (৩৪) ও মনোরঞ্জন তেলীর ছেলে পরেশ তেলীকে (৪৫) ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

অপরদিকে, চোলাই মদ সেবনের দায়ে খোলাবাড়িয়া গ্রামের আউয়াল (৩২), ধলাট গ্রামের রকি (১৯), বড়হরিশপুর গ্রামের মোতাকাব্বির (২০), বাগাতিপাড়া উপজেলার সাতশৈল গ্রামের জিল্লুর রহমান (৪২), নওপাড়া গ্রামের মখলেছুর রহমান (২৮) ও শাইলকোনা গ্রামের কামরুজ্জামানকে (৪০) তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। 

উএনও মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে শংকরভাগ গ্রামের কৃষ্ণ ও পরেশ তেলীর বাড়িতে চোলাই মদ তৈরি করে স্থানীয় মাদকসেবীদের নিয়ে আসর বসানো হয়। এমন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১১টার দিকে র‍্যাবের সহযোগিতায় তাদের বাড়িতে অভিযান চালানো হয়।

তিনি জানান, এসময় ওই দুইজনের বাড়ি থেকে ২০ লিটার করে মোট ৪০ লিটার চোলাই মদ জব্দ এবং তাদের আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত