নিউজ ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৬ ১১:২০

সাভারে 'বন্দুকযুদ্ধ,' নিহত ১

সাভারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। 

রোববার ভোরে উপজেলার চারিগ্রামে বন্দুকযুদ্ধ হয়।

নিহতের নাম রাসেল দেওয়ান (৩৫), তিনি আশুলিয়ার নিরিবিলি গ্রামের পিয়ার আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার ওসি মুহসিনুল কাদির জানান, শনিবার রাতে গ্রেফতারের পর রাসেলের স্বীকারোক্তি মোতাবেক তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। চারিগ্রামে যাওয়ার পর পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে রাসেল আহত হন। তাকে নবীনগর পৌর স্বাস্থ্য নগর কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।


তিনি আরও জানান, আশুলিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী রাসেলের নামে আশুলিয়া, সাভার ও মানিকগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও খুনসহ ১৪টা মামলা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত