সিলেটটুডে ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৬ ১৩:০৯

কক্সবাজারে বিশেষ অভিযানে গ্রেপ্তার দেড় শতাধিক

কক্সবাজার জেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ ঘন্টার এ অভিযানে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার বেলা ১২টা থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত ৮টি উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

এর মধ্যে মহেশখালীর ঠাকুরতলা বাজারের রবি টেলিকম থেকে ৩০ পিস ইয়াবা ও সেবনের উপকরণসহ একই এলাকার জাফর আলমের ছেলে সালাউদ্দিনকে (২০) গ্রেফতার করে পুলিশ। এছাড়া বিভিন্ন মামলায় ওই উপজেলায় ১৬ জন পলাতক আসামিও গ্রেফতার হয়। 

কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, তৃতীয় দিনের বিশেষ অভিযানে ধৃত ১৫১ আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

অভিযানে কক্সবাজার সদরে ১৯ জন, চকরিয়াতে ২২ জন, কুতুবদিয়ায় ১১ জন, রামুতে ৪৪ জন, উখিয়ায় ৯ জন, টেকনাফে ২৭ জন ও পেকুয়ায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হওয়া আসামীরা বিভিন্ন মামলার নিয়মিত ও পলাতক আসামি।

 

আপনার মন্তব্য

আলোচিত