বেনাপোল প্রতিনিধি

১৯ জানুয়ারি, ২০১৭ ১৬:৪৩

বেনাপোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বেনাপোল চেকপোস্টে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অভিযোগে এক দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় বেনাপোল চেকপোস্টের সাদিপুর রোডের জামাই পান ভাণ্ডার নামের একটি দোকানে অভিযান চালিয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস ছালাম এ জরিমানা করেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস ছালাম জানান, বেনাপোল চেকপোস্টের সাদিপুর রোডে আজগার হোসেনের জামাই পান ভাণ্ডারে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রয় করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে  মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্রকারের খাবার বিস্কুট, কেক ও পাউরুটি খুঁজে পাওয়া যায়। এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত