বেনাপোল প্রতিনিধি

২৪ জানুয়ারি, ২০১৭ ১৮:০১

অবৈধভাবে ভারতে পাচার হওয়া দুই তরুণীকে বেনাপোলে হস্তান্তর

অবৈধভা‌বে ভার‌তে পাচার হওয়া দুই তরুণীকে দুই বছর পর ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ফেরত আসা তরুণীরা হলেন, নড়াইলের হিরা বেগম (২২) ও যশোরের জেসমিন (২৩)।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ফেরত আসা তরুণীদের আইনি প্রক্রিয়া শেষে রাইটস যশোর এনজিও সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেবেন।

রাইটস যশোরের কর্মকর্তা শিউলী আক্তার জানান, ভালো কাজের প্রলোভন প‌ড়ে দুই বছর আগে পাচারকারীরা ওই দুই তরুণীকে ভারতে নিয়ে যান। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করেন। সেখান থেকে ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখেন। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়। কাগজপত্রের প্রক্রিয়া শেষ করতে প্রায় দুই বছর সময় লেগে যায়।

ওই দুই তরুণী যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চান তাদের আইনি সহায়তা করা হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত