রাঙ্গামাটি প্রতিনিধি

০৫ মার্চ, ২০১৭ ১৯:১৫

ইতি হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

রাঙ্গামাটিতে কলেজ ছাত্রী ইতি চাকমা হত্যার বিচার দাবি ও দেশব্যাপী জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্র জোট।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক কলিন চাকমা, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মিলিন্দ তনচংগ্যা, সাংগঠনিক সম্পাদক তুষার ধর, শহর ছাত্রফ্রন্টের আহবায়ক আশাধন চাকমা, শহর ছাত্র ইউনিয়নের আহবায়ক নোবেল বড়ুয়া প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন শহর ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মধুলাল তনচংগ্যা।

বক্তারা বলেন, দেশব্যাপী খুন-গুম হত্যার সুষ্ঠু বিচার না হওয়াতে সন্ত্রাসীরা বারবার অপকর্মের সুযোগ পাচ্ছে। তাই অবিলম্বে ইতি চাকমার হত্যাকারীর বিচার দাবি ও দেশব্যাপী সাধারণ জনগণের নিরাপত্তার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপায় গিয়ে শেষ হয়।

আপনার মন্তব্য

আলোচিত