বেনাপোল প্রতিনিধি

০৮ মার্চ, ২০১৭ ১৮:২২

বেনাপোলে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বেনাপোল সীমান্তের দৌলতপুর থেকে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৮ মার্চ) সকালে দৌলতপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতীয় ইছামতি নদীর পাড় থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ ফেনসিডিল জব্দ করে।

বিজিবি জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আমরা জান‌তে পা‌রি ভারত থেকে ফেনসিডিলের একটি চালান নি‌য়ে বাংলা‌দে‌শে প্র‌বেশ কর‌বে পাচারকারীরা। একপর্যায়ে এক যুবক মাথায় করে একটি বস্তা নিয়ে এপারে আসার চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়। এ সময় ঐ যুবক মাথার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঐ বস্তার ভেতর থেকে ১৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

২১ ব্যাটালিয়ন বিজিবির দৌলতপুর ক্যাম্প কমান্ডার ল্যান্স নায়েক নুরুল ইসলাম জানান, উদ্ধারকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়ে‌ছে।

আপনার মন্তব্য

আলোচিত