সিলেটটুডে ডেস্ক

১৩ মার্চ, ২০১৭ ১১:২৭

রাজশাহীতে পুলিশের গুলিতে ১ মাদক ব্যবসায়ী নিহত

রাজশাহী নগরীতে পুলিশের গুলিতে আফজাল হোসেন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নগরীর উপকণ্ঠ ডাশমারি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ওই মাদক ব্যবসায়ীর ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন চার পুলিশ সদস্য।

নিহত আফজাল হোসেন ডাশমারি সাতবাড়িয়া এলাকার আব্দুল গফুরের ছেলে। অন্যদিকে আহত পুলিশ সদস্যরা হলেন, নগরীর মতিহার থানার সহকারী পুলিশ কমিশনার সুশান্ত চন্দ্র রায়, কনস্টেবল নাঈম, সুজন ও ফাতেমা। তাদের রাজশাহী পুলিশ হাসপাতালে নেয়া হয়েছে।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায়ের নেতৃত্বে থানা পুলিশ ডাশমারির সাতবাড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী আফজাল হোসেন বাড়ি থেকে বেরিয়ে ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যদের এলোপাথাড়ি কোপাতে শুরু করে।

আত্মরক্ষার্থে পুলিশ শটগানের গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন আফজাল হোসেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে একটি হাসুয়া উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে রয়েছে। আহত পুলিশ সদস্যরাও চিকিৎসাধীন। এনিয়ে পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত